স্টাফ রিপোর্টার, ১৪ মে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাবেয়া আক্তার (৪৫) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের কৌড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার পজেলার বরাইদ ইউনিয়নের কৌড়ি এলাকায় দুলাল মিয়ার স্ত্রী। তিনি ৩ মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছন।
ওসি মো.মাহবুব আলম জানান, দুপুরে বাড়িতে টেলিভিশনের লাইনে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এরপর বিদ্যুতের লাইনের সমস্যা সমাধানে কাজ করার সময় রাবেয়া আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করতে চাইলে নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করেছেন। এরপর বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Leave a Reply