মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মানিকনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে অবৈধ মাটি কাটার ও পরিবহনের অপরাধে জামাল খান (৪৫) নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন।
তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ ইতিবাচক সাড়া দিচ্ছে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply