মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ এপ্রিল।
মানিকগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত পাঁচজন শহীদ পরিবারের মাঝে ২লাখ টাকা হারে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠত হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল সাবেরিনসহ শহীদদের পরিবারের সদস্য ও স্ত্রী সন্তান ছাড়াও সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী গেজেটভূক্ত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে এক শ্রেণীর মানুষ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। সুতরাং আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন। গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকায় একক কারো হাতে নেই। সকলের সমন্বয়ে যাচাই-বাচাই করে তালিকা পাঠানো হয়েছে। এরপর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছঅড়া অনেক আহতরা ইচ্ছকৃতভাবেই তালিকায় নাম দেইনি।
Leave a Reply