মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর।
মানিকগঞ্জে মানব পাচার প্রতিরোধ ও দমনসহ জেলা পর্যায়ে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে বিচারক এবং আইনজীবীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন এবং মানব পাচার প্রতিরোধ ও দমনসহ অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে বিচারক এবং আইনজীবীদের সাথে জেলা ও দায়রা জজ সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক লিয়াকত আলী মোল্লা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য ও পুলিশ সুপার মো.বশির আহমেদসহ বিচারক ও আইনজীবীরা বক্তব্য রাখেন।
Leave a Reply