মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ আগস্ট।
বিএনপি যদি ক্ষমতায় আসে,তাহলে চাকুরী না হওয়া পর্যন্ত দেশের শিক্ষিত বেকারদের ভাতা দেওয়া হবে বলে দাবী করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর।
রবিবার সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুরের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি করায় গত ১৫ বছরে আপনাদের সন্তানদের কোন চাকুরী হয় নাই। কারণ আপনারা বিএনপি করছেন। বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে,দেশের সকল কৃষক ও শ্রমিক পরিবার রয়েছে। তাদের সন্তানরা কলেজ-ভার্সিটি থেকে শিক্ষা অর্জন করে এবং যোগ্য মানুষ হওয়ার বিএনপি সরকার তাদের চাকুরী দিবে।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম-আহবায়ক আসিব ইকবাল রনি ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ দৌলতপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply