1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার ১১২ টাকায় ডিসি অফিসে চাকুরি পেলেন ২২জন তবুও ব্যবস্থা ছাড়াই বহাল তবিয়তে সিএইচসিপি শিবানী রায় বগুড়ার শেরপুরে মামলা তুলে নিতে কলেজছাত্রী অপহরণ ও নির্যাতনের অভিযোগ

মুরিদ হলো পালিত কুত্তা!ড.মনজুরুল ইসলাম সিদ্দিকী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ বার পড়েছেন
মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী এক মজলিশে মুরিদদের তালিমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ডেস্ক নিউজ, ০৩ এপ্রিল।

আমি মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। এটা (মানিকগঞ্জ পরীরের আমি একজন পালিত কুত্তা) লিখে কোমরের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী এক মজলিশে মুরিদদের তালিমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া চার মিনিট বত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়,মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী তার বয়ানে (বক্তব্যে) মুরিদদেরকে বলছেন,নতুন মুরিদদেরকে দরবারের ও পীরের সৈনিক বানাবেন। যারা আসলেই মুরিদ হইছেন,তাদের একটা কাগজের মধ্যে লেখবেন। আমি মানিকগঞ্জের বর্তমান পীরসাহেবের একজন পালিত কুত্তা। এটা (মানিকগঞ্জ পরীরের আমি একজন পালিত কুত্তা) লিখে কোমরের মধ্যে ঝুলাইয়্যা রাখতে হইবো।পালা কুত্তার স্বভার হইলো কী?লাথি দিব, মাইর দিব, যা দিব ঘুইর‌্যা আবার বেহায়ার মত বসবো। আনাম একটা বিস্কুট দিব খাইবো আবার বিস্কুট ভাইঙ্গ্যা দিলেও খাইবো। কুত্তার কোন অভিযোগ নাই, কুত্তার কোন অভিযোগ থাকেনা। অতএব প্রকৃত মুরিদ হলো পীরের একজন পালিত কুত্তা। এমনে কুত্তা, জংলা কুত্তা না,পালিত কুত্তা। তাইলে তো কামড়াইবো। রাত্রে ফিরে,বাড়ি পাহারা দেয়। ওরে যা বলবে ও তাই করে। তাহলে মুরিদ হলো পীরের পালিত কুত্তা। কথা খেয়াল করছেন? এটা আধ্যাত্মিক জগতের কথা, বাইরে প্রচার করা যাইবো না। তাহলে আমার বিরুদ্ধে আবার বিচার হইবো। আমি সবচেয়ে কঠিক একটা কথা আমি বলে দিয়ে যাই। আজকে ফজরের নামাজের বক্তব্যের মধ্যে মসজিদে আমি এই কথাটা বলেছি।

ভিডিওতে তিনি আরো বলেন,এটা (মানিকগঞ্জ পরীরের আমি একজন পালিত কুত্তা) মনে কইরা অবশ্যই আপনাকে চলতে হবে। আর মুরিদ নিজেকে মৃত বলে ঘোষণা করা। সে (পীর) যেমনে রাখবে,তেমনে থাকবেন। নিজের মাদবরি বাদ দেয়ার নাম হলো মুরিদ হওয়া। এরপর দারবারের কালেকশনের বিষয়ে কথা বলেন এবং কালেকশন শেষে সকল মুরিদদের দরবার শরীফের দোয়া দরুদ পড়ান মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী।

এবিষয়ে মানিকগঞ্জ কোর্ট মসজিদের খতিব ও ইমাম মুফতি রফিকুল ইসলাম জানান,আমিও ভিডিওটি দেখেছি। তার মুরিদদের বুঝানোর জন্য হয়তো তিনি ওই ভাবে বলেছেন। তবে মানুষকে এভাবে কুকুরের সাথে তুলনা করা ইসলাম কখনই সমর্থন করেনা। এমন বক্তব্যকে ন্যক্কারজনক বলেও তিনি মন্তব্য করেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে আব্দুল আউয়াল আরঙ্গাবাদী মন্তব্য করেছেন, মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাকে জঘন্য প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করা জঘন্য অপরাধ আর এমন অপরাধী বক্তব্য দানকারী ব্যক্তি কিভাবে পীর হয় তার মুরিদানদের কাছে প্রশ্ন?

তবে এবিষয়ে মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকীর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে গতকাল (০২ বুধবার) মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফের পীর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকীর মজলিশে অংশ নেওয়া এইচ.এম মিজানুর রহমান সাইফ নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ ফেসবুকে বক্তব্যটি (বয়ান) পোস্ট করেন। পোস্ট করা ভিডিওটি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ধরনের চলছে সমালোচনা। এছাড়া ভিডিওটি অসংখ্য ব্যক্তি ফেসবুকে শেয়ার করেছেন এবং ভিডিওটি কপি করে পোস্ট করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :