মানিকগঞ্জ প্রতিনিধি, ০৪ অক্টোবর।
মানিকগঞ্জের সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারে দাবীতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের সম্পাদক পরিষদের কার্যালয়ে এই প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদের পাশপাশি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়।
এসময় বক্তারা বলেন, হামলার ঘটনায় মামলার পর সাত দিন পার হয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আমরা আশা করছি দ্রুত আসামীদের গ্রেফতার করবে পুলিশ। তা-না হলে সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এজহারপত্রে জানা যায়,গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয়ের উথুলী এলাকায় পরিকল্পিতভাবে শিবালয় উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দাম ও তার সহযোগীরা সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আকমল হোসেনের উপর হামলা চালায়। পরে এঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামসহ কয়েকজনের নাম উল্লেখ্য করে শিবালয় থানায় মামলা করেন সম্পাদক আকমল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুল আলম জুয়েল ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চলনায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক পরিষদের সাবেক সাধারণ আশরাফুল আলম লিটন, যুগ্ম-সম্পাদক খন্দকার সুজন হোসেন ও কার্যকরী সদস্য আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply