মানিকগঞ্জ প্রতিনিধি, ১0 সেপ্টেম্বর।
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলার প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জেলা জয়ী হয়েছে।
বুধবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ে মানিকগঞ্জ জেলাকে ০-১ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা। এরপর জয়ী দলের খেলোয়ার ও টিম ম্যানেজারের হাতে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। এসময় প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় গত ৩০ আগষ্ট সারাদেশে শুরু হওয়া এই প্রাথমিক রাউন্ডের খেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
Leave a Reply