ডেস্ক রির্পোট, ১০ এপ্রিল।
বাংলা নববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে গ্রাম-বাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি আয়োজনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে প্রীতি কাবাডি খেলায় ধলেশ্বরী দলকে এক পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে কালীগঙ্গা দল। এরপর বিজয়ী ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিরতণ করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ছোট-বড় নানা শ্রেণী পেশার মানুষ ভীড় করেন।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, আফম নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু,যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, জেলা কৃষক দলের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খানসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply