ডেস্ক নিউজ, ০৩ এপ্রিল।
মানিকগঞ্জে প্রশাসনের হস্তেক্ষেপে ১৬ বছরের দশম শ্রেণীর এক ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে
রক্ষা পেলো।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া এলাকায় সদর উপজেলান
নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিনের অভিযানের প্রেক্ষিতে স্কুল পড়ুয়া ওই শিক্ষার্থী
বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায়।
উপজেলা প্রশাসন জানান,সদর উপজেলার আইরমাড়া এলাকায় স্কুল পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহের
আয়োজন করা হয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরপর ওই
স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলা হয় এবং ওই স্কুল ছাত্রী অপ্রাপ্তের বিষয়টি
প্রমাণিত হয়। পরে ওই স্কুলছাত্রী প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না দেওয়া শর্তে এবং
তার লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান,সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া এলাকার দশম শ্রেনীর
অপ্রাপ্ত এক স্কুলছাত্রীকে একই এলাকার প্রবাসী মো.সুজন মিয়ার সাথে বৃহস্পতিবার বিয়ের
আয়োজন চলছিল।গতকাল বুধবার ছিল তাদের গায়ে হলুদ।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উল সাবেরিন জানান, পোগনে সংবাদ পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়। পরে প্রাপ্ত বয়সে বিয়ে ও লেখাপড়া চালিয়ে
যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
Leave a Reply