মানিকগঞ্জ প্রতিনিধি, ০৯ ডিসেম্বর।
গ্রাম আদালতের মাধ্যমে স্ত্রী তার বকেয়া ভরনপোষন ও ন্যায্য বিচার পাওয়ার বিষয়ে মানিকগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দরিদ্র নারী ও প্রান্তিক জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে গ্রাম আদালতে অর্ন্তভূক্ত ও ন্যায় বিচারের লক্ষ্যে এই যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সানজিদা জেসমীনের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, ইউএনডিপির লিগ্যাল এক্সপার্ট মশিউর রহমান চৌধুরী, জেন্ডার এনালিস্ট শামীমা আক্তার শাম্মী, প্রকল্প সমন্বয়কারী মো.নজরুল ইসলাম, গ্রাম আদালতের জেলা ম্যানেজার মো.জহির উদ্দিন, জেলা তথ্য অফিসার নুর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে ও সমাব সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল বাতেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন ও সক্রিয়করণ বিষয়ক যুব কর্মশালায় জেলা ৪০জন যুবক ও যুবতী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেন।
Leave a Reply