স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর।
মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনার লক্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৌরসভার ০৫টি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়। এরপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতয় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এসময় দুদকের ঢাকা-২ এর উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, জেলা কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক প্রফেসর মো.ইন্তাজউদ্দিন,প্রফেসর উর্মিলা রায়, মো. কাবুল উদ্দিন খান, জিন্নতুল ইসলাম, এবিএম সামসুন্নবী তুলিপ, নাজমুন নাহার ও রুহুল জামাল সুজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply