স্টাফ রিপোর্টার, ১৬ অক্টোবর।
মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সাফল্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালবেলা পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের আয়োজনে কালবেলা পত্রিকার সাফল্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহানুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, আহবায়ক সদস্য কাবুল উদ্দিন খান, মোঃ শাহজাহান বিশ্বাস, অতীন্দ্র চক্রবত্তী বিপ্লব, আর.এস মঞ্জুর রহমান, জাহিদুল হক চন্দন, বি.এম খোরশেদ, মতিউর রহমান, মনিরুল ইসলাম মিহির, আব্দুল মোমিন, আশরাফুল আলম লিটন, মোঃ আকরাম হোসেন এবং এ.এস.এম সাইফুল্লাহ, একুশে টিভি জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক বাংলা ৭১পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ নান্নু, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্ত্তী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম ও অনলাইন ঢাকা পোষ্ট ডটকমের জেলা প্রতিনিধি মোঃ সোহেল হোসেন প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা পত্রিকা আজকে দেশে পরিচিত হয়েছে।আমাগী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে কালবেলা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেব। কালবেলা পত্রিকার সাফল্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানও পুলিশ সুপার।
Leave a Reply