মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ অক্টোবর।
বর্ণাঢ্য শোভাযাত্রা-ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনা সভার মাধ্যমে মানিকগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্যোগকালীন সময় ও অগ্নিকান্ডের ঘটনায় সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মাদ আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হামিদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন, দেশের যে কোন দুর্যোগের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগকালীন সময়ে পাশে দাড়াতে হবে। তাছাড়া দুর্যোগকালীন সময়ে মাথা রেখে কাজ করতে হবে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় যে বিভিন্ন ধরনের কৌশল প্রদর্শণ করেছেন, সেগুলো মাথায় রাখতে হবে।
মো.আজিজুল হাকিম
মানিকগঞ্জ।
Leave a Reply