স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই।
মানিকগঞ্জে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার কারনে বর্ষা মৌসুমে কৃষিজমি পানিশূণ্য হওয়ায় জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলোর পথিক নারী সংগঠনের আয়োজনে ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা বারসিকের সার্বিক সহযোগীতায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমত্ত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা জলবায়ু ন্যায্যতার দাবীতে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে আলোর পথিক নারী সংগঠনের রেনু বেগম, জহুরা বেগম, নাছিমা বেগম ও মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কৃষক আব্দুল মালেক বলেন,কৃষি কাজ করেই আমাগো জীবন চলে। আগে বর্ষাকাল আসলেই চকে পানি আসতো। কিন্তু এখনও চরমত্ত আমাগো চকে পানি আসে নাই। চকে পানি না আসায় গত বছর পাট জাগ দিতে পারি নাই। পরে ভ্যানে করে খেত থেকে পাট নিয়ে দূরে গিয়ে পাট জাগ দিতে হয়েছে। এতে করে আমাগো খরচ বেড়ে যায়। চকে পানি না আসায় দিন দিন পাটের চাষ কইমা যাইতাছে। কারন প্রতিবছরই আমাগো লোকসান হইতেছে।
কৃষানী মনোয়ারা বেগম বলেন, গেছে বছর পাট বুনছিলাম। পানির অভাবে পাট জাগ দিতে পারি নাই। এইবার আর পাটই বুনি নাই। চকে পানি না আসায় আমাগো ক্ষতি হইতেছে। অথচ পানি আসলে আমাগো লাভ হইতো। সরকারের কাছে আমাগো দাবি, সরকার যেন এই সবের বিষয়ে কাজ করে।
Leave a Reply