মোঃ সেলিম মিয়া, ৩০ মে।
মানিকগঞ্জ পৌরসভায় সালেহা আক্তার(৩২)নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার পোড়রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালেহা পেড়রা এলাকার আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান,পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সালেহা আক্তার।এরপর পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোন উত্তর না পেয়ে জরুরী নাম্বারে ৯৯৯ ফোন করেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সালেহা আক্তার আত্মহত্যা করেছেন। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওসি জানান।
Leave a Reply