স্টাফ রিপোর্টার, ৩০ মে।
নড়াইলে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ১৩টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ গ্রাহণ করেন।
এসময় নির্বাহী অফিসার শারমিন আক্তার,গ্রাম আদালতের জেলার ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, সহকারী কম্পিউটার অপরেটার বখতিয়ার হোসেন মোল্লা ও দীপঙ্করসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় শারমিন আক্তার বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে শক্তিশালী করে জনগণের কাছে তথ্য সেবা পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে।জনগণের যে কোন সমস্যায় সার্বিকভাবে কাজ করতে হবে।যাতে গ্রাম্ আদালতের বিচার জনগণের কাছে গ্রহণ যোগ্যতা পায়।
Leave a Reply