স্টাফ রিপোর্টার, ২২ মে।
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন টেলিফোন প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দীপক কুমার ষোষ।
বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিফোন প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য দীপক কুমার ঘোষ ১৮ দফা ইশতেহার ঘোষণা করেন।
চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ একটি পরিচ্ছন্ন ও পরিবেশসম্মত উপজেলা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন বলে ইশতেহারে উল্লেখ করেছেন। নতুন রাস্তা নির্মাণ ও ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ, উপজেলা পরিষদের স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহিতার ব্যবস্থাসহ দুর্নীতিমূক্ত করার চেষ্টা, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারসহ উন্নয়নে উদ্যোগ গ্রহণ, অপরিকল্পিত নদী খনন ও খননের মাধ্যমে নদীপথ স্বাভাবিক রাখতে উদ্যোগ গ্রহণ, নদী ও প্রাণপ্রকৃতি, প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply