স্টাফ রিপোর্টার,১৮ মে।
মানিকগঞ্জে আব্দুল হামিদ (১৪) নামের এক মাদরাসা ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আব্দুল হামিদ। এর আগে গতকাল শুক্রবার দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ডেঙ্গু আক্রান্ত আব্দুল হামিদ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর এলাকার মোকলেছুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ পৌরসভার বায়তুল কূলহুম মাদরাসার হেফজ্ বিভাগের ছাত্র।
মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক (মেডিসিন বিশেজ্ঞ) মানবেন্দ্র সরকার মানব জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে আব্দুল হামিককে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর মশারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।যত সময় যাচ্ছে, তত তার অবস্থার উন্নতি হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে সে বাড়িতে ফিরতে পারবে।
Leave a Reply